Return & Refund Policy
রিটার্ন ও রিফান্ড নীতি:
যদি ডেলিভারির সময় পণ্য ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল বা অসম্পূর্ণ হয়, তাহলে রিটার্ন বা রিফান্ডের জন্য আমাদের সাথে ৭ দিনের মধ্যে যোগাযোগ করুন। পণ্য রিটার্ন করার পরে, ব্যাংক পেমেন্ট, বিকাশ, বা ভাউচারের মাধ্যমে রিফান্ড পাবেন।
রিটার্নের বৈধ কারণ:
- পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে।
- পণ্য অসম্পূর্ণ থাকলে।
- ভুল পণ্য ডেলিভারি হলে।
- পণ্য বিজ্ঞাপনের সাথে না মিললে।
পণ্য অবশ্যই অব্যবহৃত, ত্রুটিহীন ও আসল প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।